যুব দিবসে স্বেচ্ছাসেবী যুবকদের সঙ্গে নিয়ে খাল পরিষ্কার করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
শুক্রবার সকালে দক্ষিণ সুরমার পিরিজপুর কালভার্ট সংলগ্ন জৈন্তাখাল পরিষ্কার করা হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও সিসিকের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী।
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে দিবসটি পালন করেছে সিসিক।
সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার মৃত্তিকা সম্পদ ইন্সটিটিউট কার্যালয়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও যুব র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, প্রশিক্ষণ সনদ, উপকরণ ও যুব পুরস্কার দেওয়া হয়। পরে পার্শ্ববর্তী জৈন্তাখাল পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও সিসিকের প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর।
বিডি প্রতিদিন/ইই