খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকায় চাচার হাতে ৫ম শ্রেণির ছাত্রী ভাইজি ধর্ষণের অভিযোগে চাচা মো. রফিককে আটক করা হয়েছে। সে জেলা সদরের শালবন এলাকার বাসিন্দা। রবিবার তাকে আটক করে পুলিশ।
এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় অভিযুক্ত চাচাকে আসামি করে সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন" ভিকটিমের বাড়ির পাশেই থাকতেন মো. রফিক। গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় থাকা ভিকটিমকে রুমের ভিতর মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে চলে যায়। পরবর্তী আজ সকালে ঐ স্কুল ছাত্রী ভাইজি বিষয়টি তার বাবা মাকে জানায়।
ঘটনা শুনে অভিযুক্ত আসামি রফিককে জিজ্ঞাসাবাদ করিলে তা স্বীকার করেন। অভিযুক্ত চাচা আগেও কয়েকবার ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেছেন বলে উল্লেখ করা হয় এজাহারে।
পুলিশ জানায় আটককৃত আসামি রফিক ও ভিকটিম সম্পর্কে আপন চাচা-ভাতিজি। আটককৃত আসামীকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে ওসি।
বিডি প্রতিদিন/এএম