গাজীপুরের টঙ্গীতে সাথী সরকার (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে টঙ্গীর গাজীপুরা চন্দ্রিমা হাউজিং এলাকায় নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাথী সরকার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার হাকিমপুর গ্রামের অনুকূল সরকারের মেয়ে। তিনি টঙ্গীর চন্দ্রিমা হাউজিং এলাকার শাহাদাত হোসেনের ভাড়াবাড়িতে মা- বাবার সঙ্গে থাকতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাথী মানসিক রোগে আক্রান্ত ছিলেন। গত চার মাস আগে সাথীর সঙ্গে তার স্বামী অরূপ মিত্রের বিবাহ বিচ্ছেদ হয়। এতে তিনি মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েন। সাথীর মা রাধা রাণী টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন।
সকালে সাথীকে বাসায় একা রেখে কারখানায় কাজে যোগ দেন। দুপুর ১২টার দিকে বাসায় ফিরে কক্ষের দরজা বন্ধ পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন। পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ওই কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওঁড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/নাজিম