ময়মনসিংহের ফুলপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ জন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার ছনধরা ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে এসব ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ হিসেবে ১০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া জনপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ইত্যাদি দেওয়া হয়।
ত্রাণ বিতরণ করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি সচিব শয়ন সরকার, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই