জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় র্যালি ও আলোচনা সভা করেছে ভালুকা উপজেলা ও পৌর বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন ও আবদুল্লাহ আল মামুন খালেক পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মসূচিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন ফারুক, এম এ খালেক, সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হোসেন মণ্ডল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ-দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, পৌর কৃষকদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব তোফায়েল আহমেদ টুটুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মফিজুল ইসলাম মণ্ডল, সদস্য সচিব শেখ ফরিদ মানিক, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন, বানিছুর রহমান, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী শামীমা রশীদ, মহিলা দল নেত্রী নুরুন নাহার, আফরোজা, লাভলি, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, যুগ্ম আহ্বায়ক মঈন, বাবু, আনোয়ার, মাহবুব, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়েস প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল