মুন্সীগঞ্জের গজারিয়ায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় সোহেল প্রধান (৩৬) নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১০ নভেম্বরের) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জামালদী বাস স্ট্যান্ডের পাশে দারুচিনি রেস্টুরেন্ট এ ঘটনা ঘটে। ওই দিন দুপুরে আহত ব্যবসায়ী সোহেল প্রধানের স্ত্রী রাবেয়া আক্তার রুবি দুজনের নাম অন্তর্ভুক্ত করে অজ্ঞাত ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি অভিযোগ দেন।
আহত ব্যবসায়ী সোহেল প্রধান জানান, তিনি জামালদি বাস স্ট্যান্ড এলাকায় রেস্টুরেন্ট দিয়ে ব্যবসা করে আসছেন। উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. আসিফ (২৫) বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবি করে। এরই জেরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আসিফের নেতৃত্ব ৭ থেকে ৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জামালদী এলাকায় তার প্রতিষ্ঠানের ভিতর প্রবেশ করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। সোহেল প্রধানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা রেস্টুরেন্টের ক্যাশ বক্সে থাকা বাজার করার নগদ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
বিষয়টি জানতে অভিযুক্ত আসিফের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।
বিডি প্রতিদিন/হিমেল