কুড়িগ্রামের নাগেশ্বরীতে আবু তালেব (৪৬) নামের এক সাবেক কাউন্সিলরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরের আগে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ। নিহত আবু তালেব নাগেশ্বরী পৌরসভার বানুর খামার পায়রাডাঙা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও তার পরিবার সুত্রে জানা যায়, আবু তালেব দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। মানসিক চাপে রাতের কোন এখন সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা। পরে সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তাকে ডাকতে থাকেন। এরপর ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে নাগেশ্বরী থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম