ফ্যাসিস্টের দোসররা এখনো দেশে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।
শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ইশরাক আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার ব্যাংক লুট করে বিদেশে বানিয়েছে বাড়ি। ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো এই দেশে বসে ষড়যন্ত্র করছে। ওদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
বিগত সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ না করলে এ দেশের মানুষের চাকরি হতো না বলেও মন্তব্য করেন তিনি।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের তাঁতী বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, গাজীপুর জেলা যুবদলের সদস্য মজিবুর রহমান সজল, মধ্যপাড়া ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান রুবেলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/ইই