মানিকগঞ্জের সদর উপজেলার কৃঞ্চপুর ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ সোলায়মান হোসেনকে মারধরের অভিযোগে কৃঞ্চপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার তাইজুদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে তাইজুদ্দিন মোল্লার নেতৃত্বে জামায়াত নেতা সোলায়মান হোসেনকে ডেকে নিয়ে মারধর করা হয়। সোলায়মানের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রবিবার রাতেই আহত জামায়াত নেতার স্ত্রী বাদী হয়ে ৬ জনকে আসামি ও আরো অজ্ঞাত ১০/১২ জনের নামে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মানিকগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, মামলার পরপরই রবিবার রাতেই মামলার প্রধান আসামি ওয়ার্ড মেম্বার তাইজুদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে কৃঞ্চপুর বাজারে সোমবার স্থানীয় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/এএ