গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি এলাকায় অবৈধভাবে গড়ে উঠা কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানার গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার এ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার জানান, ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতি অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি। তবে কারখানার চুল্লিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই