নড়াইলে পুলিশের ওপর আক্রমণ করে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বিল্লাল শেখকে (৫০) পুনরায় হাতকড়া পরা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানাধীন কুনিয়া তারগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করে নড়াইল পুলিশ। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একটি এনআই অ্যাক্ট (অর্থ জারি) আইনে দায়ের করা একটি মামলায় নড়াইলের আদালত তাকে দুই মাসের কারাদণ্ডসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়। এরপর থেকে পলাতক ছিলেন বিল্লাল। এ মামলাসহ তার বিরুদ্ধে আরো চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। যে কারণে গত ২৪ নভেম্বর নড়াইল সদরের গোবরা এলাকা থেকে আসামি বিল্লালকে আটক করলে পুলিশের ওপর চড়াও হয় তার স্বজনরা। তখন আসামির স্বজন রাজীব মোল্যার নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন পুলিশ সদস্যদের মারধর করে একপর্যায় হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে জোর করে তাকে ছিনিয়ে নেয়।
সদর থানার ওসি সাজিদুল ইসলাম বলেন, ‘নড়াইলের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও দিক-নির্দেশনায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা এবং সাইবার ক্রাইম ইউনিট পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে বৃৃহস্পতিবার দিবাগত রাতে বিল্লালকে গ্রেফতার করা হয়।’
বিডি প্রতিদিন/জুনাইদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        