রাজবাড়ীতে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভার নিউ কোলনী মাঠে ৮নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম রানার সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
তিনি বলেন, রাজবাড়ী অত্যন্ত শান্তিপ্রিয় একটি জেলা। দীর্ঘ ১৭ বছর এই জেলার মানুষ অশান্তিতে ছিল। আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা-মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের হয়রানি করেছে। এই জেলায় সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। ধর্মীয় সম্প্রীতির এই দেশে কোন উস্কানির ফাঁদে পা দেওয়ার আহ্বান জানান তিনি।
পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন গিটারের সঞ্চালনায় জেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম বকুল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক অ্যাড. নেকবর হোসেন মনি, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোনোয়ার হোসেন মিন্টু, এস এম কাওসার মাহমুদ, সোহেল মন্ডল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খাইরু, জেলা মহিলা দলের সহ সভাপতি ফরজানা ইয়াসমিন ডেইজি, সহ-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন।
কর্মী সম্মেলনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম