ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাকবিতণ্ডার জেরে লাল মিয়া (৫০) নামে এক চা বিক্রেতার চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের ফুলপুর বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. লাল মিয়া ফুলপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার বিকালে ফুলপুর বাজারে গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে মিজান মিয়া ও রঙ্গু মিয়ার ছেলে আবু লালের মধ্যে মাদক সেবন নিয়ে ঝগড়া চলছিল। এসময় চা বিক্রেতা লাল মিয়া তাদের দু’জনকে ঝগড়া থেকে বিরত থাকার জন্য বাধা প্রদান করেন এবং শাসন করেন। এতে মিজান ও আবু লাল ক্ষিপ্ত হয়ে লাল মিয়াকে বেধড়ক মারধর শুরু করেন। একপর্যায়ে হামলাকারীরা লাল মিয়ার চোখে চাবি দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করে।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে লাল মিয়া ঢাকার চক্ষু ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
আহত লাল মিয়ার ভাতিজা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, চাচা লাল মিয়া এখন চোখে দেখলেও চোখ মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ায় তিনি চক্ষু ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দ্রুতই মামলা করা হবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, মারধরের কারণে একজন চা বিক্রেতা চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে শুনেছি। ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল