নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছিত করায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবালকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, শুক্রবার দুপুরে এক বাসচালকের সঙ্গে কথা কাটাকাটি হয় ইকবালের। পরে বাসটি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় এলে ইকবালের অনুসারীরা বাসচালককে মারধর ও বাসে ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। এ সময় সাংবাদিক মিনহাজ আমান বাস ভাঙার প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করেন ইকবালের অনুসারীরা।
মূলত ওই অভিযোগের ভিত্তিতেই ইকবালকে দল থেকে বহিষ্কার করল বিএনপি।
বিডি প্রতিদিন/কেএ