৩ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুরে কৃষক সমাবেশ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার খানপুর ইউনিয়নে কৃষক দল এ সমাবেশের আয়োজন করে।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাহ আলম শেখের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বগুড়া জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সানাউল সায়েম সুমন, কৃষক নেতা সাইফুল ইসলাম আকন্দ, ধনুট উপজেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমেদ, শেরপুর উপজেলা কৃষক দল নেতা আব্দুল হান্নান, মো. রনি খন্দকার, আমিনুল, বাসেদ, শাজাহান, আব্দুল আলিম, কসিম উদ্দিন, সুলাইমান জাহাঙ্গীর, রফিকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল