ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেলে ফরিদা বেগম (৬০) নামক একজন আহত যাত্রী ঢাকা নেওয়ার পথে মারা যায়। এ সময় ওই বাসে থাকা অন্য সাত জন যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ডে মঙ্গলবার সন্ধ্যায়।
নিহত ফরিদা বেগম পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুতিয়াকাঠি গ্রামের আলহাজ্ব মোহাম্মদ আমির হোসেন ওরফে (আকুল) এর স্ত্রী। এ দুর্ঘটনায় আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাস স্ট্যান্ডে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ওই বাসে থাকা ৭ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে ফরিদা বেগম(৬০) নামক এক বৃদ্ধার এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।স্থানীয় এলাকাবাসী ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদের মধ্যে গুরুতর আহত বৃদ্ধা ফরিদা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।মঙ্গলবার রাতেই ঢাকা যাওয়ার পথে তিনি মারা যান। আহত অন্য যাত্রীরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ রাকিবুজ্জামান বলেন, একটি যাত্রীবাহী বাস ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ওই বাসের সাত জন যাত্রী আহত হয়। এদের মধ্যে একজন মারা গেছে বলে জানতে পেরেছি।
বিডি প্রতিদিন/এএম