ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. জামাল মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দলের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করে হুঁশিয়ারি প্রদান করেন
মানববন্ধনে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এ শাওন, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার, সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই