বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধ ও সিএনজি চালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না (১৬) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের তিনমাথা এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধ নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, সকালে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেসে কাটা পড়েন অজ্ঞাতনামা এক বৃদ্ধ। এতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের মুখে সাদা দাড়ি রয়েছে এবং পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জির উপরের জ্যাকেট ছিল।
তিনি আরও জানান, নিহত ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।
এদিকে সিএনজি চালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এদিন সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার বারপুর মাদারতলা মোড় এলাকায় এঘটনা ঘটে। নিহত মুন্না বগুড়া সদর উপজেলার বারপুর এলাকার আলমের ছেলে।
ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই লালন হোসেন জানান, সকাল সাড়ে ১০ টার দিকে ওই এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বগুড়া শজেিমক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। নিহত মুন্নার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম