বরিশাল নগরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে দক্ষিন জেলা বিএনপি। বৃহস্পতিবার নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরন শুরু করা হয়। পরে নগরীর বিভিন্নস্থানে লিফলেট বিতরন করেন বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ৩১ দফার উপস্থাপক। তার নির্দেশনা হলো জনগণকে সাথে রাখা এবং জনগণের পাশে থাকা। এরই অংশ হিসেবে তাদের এই লিফলেট বিতরণ করা। একই সাথে বিএনপি রাষ্ট্র পরিচালনা করলে জনগণের কি সুবিধা হবে তা জানিয়ে দেওয়া।
বিডি প্রতিদিন/এএম