মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ এক নৌযান শ্রমিকের লাশ তিন দিন পর উদ্ধার করেছে নৌপুলিশ। নিহত নৌযান শ্রমিকের নাম আতাবর (৬৫)। সে ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
খবর নিয়ে জানা যায়, বরিবার মেঘনা নদীর মুন্সিগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বাল্কহেড থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। মঙ্গলবার সকাল এগারোটার দিকে ঘটনাস্থলের তিন কিলোমিটার ভাটিতে নদীর চর বলাকী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী নৌযান শ্রমিক নূর ইসলাম বলেন, আমরা এমভি এস.এম. এন্টারপ্রাইজ নামে একটি বাল্কহেডে কাজ করি। মালামাল খালাস করে রবিবার আমরা গজারিয়া উপজেলার তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বাল্কহেডটি নোঙ্গর করে রেখেছিলাম। বিকাল পাঁচটার দিকে আমি এবং আতাবর বাল্কহেডের ডেকের উপরে দাড়িয়ে ছিলাম। এসময় পাথর বোঝাই এমভি তোহা এন্টারপ্রাইজ নামে অপর একটি বাল্কহেড পিছন থেকে আমাদের বাল্কহেডটিকে ধাক্কা দিলে আতাবর মাথায় আঘাত পেয়ে ছিটকে নিচে পড়ে যায়। সাথে সাথে পানিতে নেমে আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘ সময় তার খোঁজ পাওয়া না যাওয়ায় বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই।
বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সকালে এগারোটার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম