গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) প্যাথোবায়োলজি বিভাগে ‘এমএস ইন প্যারাসাইটোলজি’ এবং ‘পিএইচডি ইন প্যাথোলজি’ ডিগ্রি প্রদানের লক্ষ্যে কোর্স চালুকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দেশীয় ও বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি, গবেষণায় দক্ষ মানবসম্পদ তৈরি, প্রাণীসম্পদ খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিকমানের শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সক্ষমতা বৃদ্ধির বিষয়কে প্রাধান্য দিয়ে কোর্স চালুকরণের উদ্যোগ করা হয়েছে।
আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্যাথোবায়োলজি বিভাগের আয়োজনে এ কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. রমিজ উদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্যাথোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মো. গোলাম হায়দার। এরপর ডিগ্রি দুটির কোর্স লে-আউট পর্বে পিএইচডি ইন প্যাথোলজি বিষয়ে তথ্যবহুল প্রেজেন্টেশন দেন বিশ্ববিদ্যালয়ের প্যাথোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মো. তৈমুর ইসলাম এবং মাস্টার অব সায়েন্স (এমএস) ইন প্যারাসাইটোলজি ডিগ্রির উপর উপস্থাপনা প্রদান করেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ আরাফাতুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘প্যাথোবায়োলজি বিভাগে গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ ও উচ্চশিক্ষার মানোন্নয়নে এই দুটি ডিগ্রির চালু হওয়া সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ এ প্রোগ্রামের মাধ্যমে দেশের প্রাণিস্বাস্থ্য ও কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/জামশেদ