ব্রাহ্মণবাড়িয়ায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রী (পাস কোর্স) করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালিত হয়। দুপুরে নার্সিং শিক্ষার্থীরা “এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (সম্মান) সমমান চাই” শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া নাসিং ইনস্টিটিউটের সামনে জড়ো হন।
জেলা ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে অবস্থান নেন। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেন। এসময় তারা 'দাবি মোদের একটা ডিপ্লোমাকে ডিগ্রি চাই’, ’এইচএসসির পরে ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই ‘, ’দাবি যদি নায্য থাকে মেনে নিতে বাধা কিসে’,'বিএনএমসির দালালরা, হুশিয়ার সাবধান,' 'বিএনএমসির কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও', 'দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত,’ ‘আমার ভাইয়ের শরীরে রক্ত কেন, রক্ত কেন’, ’বিএনএমসি জবাব চাই’, বিভিন্ন স্লোগান দেন।
এতে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউট, তিতাস নার্সিং কলেজ ও ইউনাইটেড নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা এন্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজা সুলতানা ও আরিফ মিয়া বক্তব্য রাখেন। তারা বলেন, গত রবিবার সকাল ১০টায় ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে বিএনএমসিতে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচী পালন করে। সেসময় বিএনএমসির রেজিষ্টার হালিমা আক্তারের নির্দেশে ও পরোক্ষ মদদে পুলিশ সদস্যরা আমাদের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালায়। আমাদের ভাই-বোনদের শরীর রক্তাক্ত করেছে। হাফিজা সুলতানা বলেন, আমরা ভর্তি পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে নার্সিং শিক্ষায় প্রবেশ করছি। আমরা দিনরাত রোগীদের সেবায় কাজ করে যাচ্ছি। আমরা নার্সিং শিক্ষা ব্যবস্থার উন্নতি চাই। তিন বছর ডিপ্লোমা সম্পন্নের পরও আমাদের এইচএসসি সমমানের মূল্যায়ন করা হয়।
মোঃ আরিফ বলেন, গত সরকারের সময়ে এবং ২০২৪ সালের ২১ আগস্ট প্রধান উপদেষ্টাসহ স্বাস্থ্য ও পরিবারকল্যান উপদেষ্টার কাছে নার্সিং শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাসকোর্স) করার দাবির কথা উল্লেখ করা হয়। আমাদের দাবি যৌক্তিক এবং মেনে নেয়া হবে বলে আশ্বাস দেয়া হয়। কিন্তু এর কোনো অগ্রগতি নেই। এ সময় নাসিং ইনস্টিটিউটের অন্তত শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম