:সাতক্ষীরা সদর হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিককে দল থেকে বহিষ্কার করেছে। তার বিরুদ্ধে স্কুল শিক্ষককে লাঞ্ছনা, হাসপাতালের জরুরি বিভাগে হামলা, চাঁদাবাজি, জমি দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।
শনিবার (৩ মে) বিকেলে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মানিককে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “একজন দায়িত্বশীল নেতা হয়েও আপনি দাঙ্গা সৃষ্টি ও একজন স্কুল শিক্ষকের সঙ্গে অসদাচরণসহ সংঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। এ জন্য আপনাকে দল থেকে বহিষ্কার করা হলো।”
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, রোগীর স্বজনদের সঙ্গে উত্তপ্ত বাকবাকির একপর্যায়ে সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর করা হয়।
হাসপাতালের আরএমও ডা. ফয়সাল আহমেদ বলেন, “হামলার ঘটনায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়েছে, জরুরি বিভাগে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।”
বিডি প্রতিদিন/আশিক