কক্সবাজারের পেকুয়া উপজেলায় টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে মা রেহেনা আক্তার (৩৮) আহত হন।
শনিবার (৩ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া বেড়িবাঁধের ওপর এই ঘটনা ঘটে। নিহত এহসানুল করিম একই ইউনিয়নের মাঝির পাড়ার মৃত জাকের উল্লাহর ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, এহসান ও তাঁর মা রেহেনা আক্তার রাজাখালী নোয়াখালী ব্রিজসংলগ্ন স্টেশন থেকে বাঁশ নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে টেকঘোনা পাড়ার আমির হোসেনের বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে মুহাম্মদ জুনাইদ তাদের পথরোধ করে।
টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে এহসান ও জুনাইদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জুনাইদ ছুরি দিয়ে এহসানকে বুকে আঘাত করে। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। রেহেনা আক্তার ছেলেকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাতে আহত করে জুনাইদ।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, জুনাইদ ও এহসান পূর্বে বন্ধু ছিলেন। কয়েকদিন আগে এহসানের বাড়িতে টাকা চুরির একটি ঘটনা ঘটে। সন্দেহ করা হচ্ছিল জুনাইদই টাকা চুরি করেছে। এ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ চলছিল। তারই জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
বিডি প্রতিদিন/আশিক