বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন ফেনীর আয়োজনে ফেনী প্রেসক্লাবে শনিবার (৩ মে) দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক ইউনিয়ন ফেনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ও গাজী হাবিবুল্লাহ মানিক, কানাডা বিএনপির সহ-সভাপতি এস.এম. হুমায়ুন পাটোয়ারী, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইয়াছিন সুমন, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ফরায়েজি, দপ্তর ও প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সাপ্তাহিক ফেনীর গৌরব সম্পাদক কামাল উদ্দিন ভূঞা, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক নুর নবী জীবন, সাপ্তাহিক উদয় পত্রিকার সম্পাদক সাঈদ খান, দৈনিক দুর্বার সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্টিফোরের ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, ইসি কমিটির সদস্য এম.এ. হাসান ও কামরুল হাসান লিটন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি জাফর উল্লাহ, এশিয়ান টিভির ফেনী প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, বাংলাদেশ সমাচার-এর বিশেষ প্রতিনিধি এ.এস.এম. হারুন, ভোরের আকাশ প্রতিনিধি তানজিদ শুভ, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইকবাল হোসেন, পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সোনাগাজী প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল আলম হিরন, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদুল ইসলাম, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, দৈনিক মুক্তবানীর জেলা প্রতিনিধি আবরার হোসেন চৌধুরী, স্বদেশবিচিত্রার জেলা প্রতিনিধি আলা উদ্দিন সবুজ, আজকের দর্পণ ফেনী প্রতিনিধি রাজিব মাসুদ এবং আলোকিত সকালের পরশুরাম প্রতিনিধি রোশনা আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ভয়ের পরিবেশমুক্ত কর্মক্ষেত্রের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা সরকারের কাছে জোরালোভাবে দাবি জানান, যেন মুক্ত সাংবাদিকতার পথে সকল প্রতিবন্ধকতা দূর করে সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার সুযোগ নিশ্চিত করা হয়।
বিডি প্রতিদিন/আশিক