বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী বলেছেন, ‘শ্রমিকরাই দেশের অর্থনীতির প্রাণ। তাদের ঘাম ও শ্রমেই দেশের সমৃদ্ধি নিশ্চিত হয়।’ তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমনির্ভর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট ছিলেন। দেশের শ্রমিকদের বিদেশে পাঠিয়ে অর্থনৈতিক ভিত্তি মজবুত করার মহাপরিকল্পনার মাধ্যমে তিনি দেশকে আমূল রূপান্তরিত করেছিলেন।
আসলাম চৌধুরী আরও বলেন, বিএনপি তারই শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে দেশকে স্বনির্ভর ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে।
নগরীর আকবর শাহ থানা শ্রমিক দলের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পোশাক, কোরআন শরিফ ও ইসলামিক উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আকবর শাহ থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আলম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম মহাসচিব শেখ নুরুল্লাহ বাহার, সাংগঠনিক সম্পাদক স. ম. জামাল, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিনু।
বিডি প্রতিদিন/আশিক