আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ে পিছিয়ে গেছে বাংলাদেশ। এক ধাপ নেমে বর্তমানে ১০ নম্বরে রয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের জায়গা নিয়েছে আয়ারল্যান্ড, যারা উঠে এসেছে নবম স্থানে।
শুক্রবার নারী টি-টোয়েন্টি দলের বার্ষিক র্যাংকিং আপডেট প্রকাশ করেছে আইসিসি। সেখান থেকে এ তথ্য জানা গেছে।
আইসিসির আপডেট অনুযায়ী, দুই দলের রেটিং পয়েন্টের পার্থক্য খুব বেশি না হলেও আয়ারল্যান্ড সামান্য ব্যবধানে এগিয়ে থেকে স্থান দখল করে নেয়। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০।
আইসিসির এই আপডেটে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ম্যাচগুলোর ওপর ৫০ শতাংশ ও এর পরের ম্যাচগুলোর ওপর ১০০ শতাংশ হিসাব করা হয়েছে। এই সময়কালে বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স ছিল কিছুটা ওঠানামার মধ্যে, যার প্রভাব সরাসরি র্যাংকিংয়ে পড়েছে। ওয়ানডেতেও বাংলাদেশ ৭ থেকে ৮-এ নেমে গেছে।
র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে আগের মতোই অস্ট্রেলিয়া, যারা ২৯৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে ২০ পয়েন্টে এগিয়ে রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই