ঝিনাইদহে দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে বাদল মোল্লা (৫২) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে শহরের হামদহ আলহেরা মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত বাদল মোল্লা সদর উপজেলার ছোট কামারকুন্ডু উত্তর পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলহেরা স্কুল মোড় এলাকার একটি মার্কেটে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সেই ভোরেও বাদল মোল্লা দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ যশোর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাদল মোল্লাকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এখনো ট্রাকটি আটক করা সম্ভব হয়নি, তবে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা