‘দ্বন্দে কোনো আনন্দ নাই, আপস কর ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিট গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা এ্যাডভোকেট বার সমিতি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা ও দায়রা জজ ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মো. নাজিমুদ্দৌলার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাউসার আহমেদ, স্পেশাল জজ আদালতে বিচারক দিলারা আলো চন্দনা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার খান, টাঙ্গাইলের পিপি শরিফুল ইসলাম রিপন, জেলা বার সমিতির সাধারণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম রতন ও টাঙ্গাইল লিগ্যাল এইড অফিসার আবু তাহের প্রমুখ।
এসময় চলতি বছর লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের মধ্যে থেকে সেরা আইনজীবী হিসেবে পুরস্কার পান খন্দকার ইমদাদুল হক ও রওশন আরা সিদ্দিকী লুসি।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এ সময় আদালতের অন্যান্য বিচারক, আইনজীবী ও আদালতের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম