বরগুনার পাথরঘাটা উপজেলায় সিএনআরএসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ফিসনেট’ প্রকল্পের অবহিতকরণ সভা। উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নে বিশেষভাবে কাজ করতে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বুধবার বেলা ১১টায় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সবার শুরুতেই সিএনআরএসের প্রকল্প ব্যবস্থাপক সুবোধ কুমার বিশ্বাস ফিসনেট প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এ প্রকল্পের মাধ্যমে জেলে পরিবারের আয় এবং জীবনমানের উন্নয়ন, পরিবেশগত ভারসাম্য রক্ষা, এবং নারীদের স্বাবলম্বী করার চেষ্টা করা হবে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকুনজ্জামান খানের সভাপতিত্বে ও সিএনআরএস এর টেকনিক্যাল অফিসার (লাইভলীহুড) কানাই লাল দাসের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন, পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসিবুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মহসিন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরবিন্দ দাস, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ ও বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রমুখ।
অবহিতকরণ সভা শেষে অংশগ্রহণকারীরা প্রকল্পের সঠিক বাস্তবায়নের মাধ্যমে পাথরঘাটাতে একটি টেকসই ও স্বনির্ভর মৎস্যজীবী সমাজ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এএ