ফরিদপুরের ভাঙ্গায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে যাওয়ার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মাদ্রাসা শিক্ষার্থী ইমন হোসেন (১১)। সে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লায় অবস্থিত গ্রিন আইডিয়াল একাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ইমন সৌদি প্রবাসী ইমারত হোসেনের একমাত্র ছেলে।
ভাঙ্গা বাজারের ডাকঘরের পাশে একটি চতুর্থ তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় থাকতেন ইমন, তার মা ও দুই বোন। বৃহস্পতিবার (১ মে) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের বাড়িতে ইমনের দাফন সম্পন্ন হয়েছে।
ইমনের বড় বোন ইম্মা আক্তার বলেন, গত সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে আমার ছোট ভাই ইমন বাসার ছাদে খেলছিল। হঠাৎ সে চারতলার ছাদ থেকে নিচে পড়ে যায়। এরপর প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। অবশেষে বুধবার রাতে ইমন মারা যায়।
বিডি প্রতিদিন