সুন্দরবনে মুক্তিপণের দাবিতে জেলে বনজীবীদের অপহরণ করা করিম শরীফ বাহিনীর দুই বনদস্যুকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় অভিযান কালে গ্রেফতার দুই বনদস্যুর কাছে থেকে ৪ টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ বুলেট উদ্ধার করেছে। গ্রেফতার করিম শরীফ বাহিনীর দুই বনদস্যু মো. সাদ্দাম খান (২০) ও আব্বাস মোল্লার (৪০) বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়।
মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) এইচ এম এম হারুন-অর-রশীদ এতথ্য নিশ্চিত করে জানান।
গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় সোমবার বিকাল ৫টার দিকে অভিযানে নামে মোংলা কোস্টগার্ড পশ্চিম জেনের সদস্যরা। অভিযান কালে ২টি কাঠের নৌকা থেকে করিম শরীফ বাহিনীর দুই বনদস্যু মো. সাদ্দাম খান ও আব্বাস মোল্লাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি শর্টগান, ১টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জামাদি, ২৩ রাউন্ড তাজা গুলি, ২০৪ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা, ৯টি দেশীয় অস্ত্র, ৪টি কুড়াল, ৭টি করাত, ১০টি রড, ৫টি হাতুড়ি, ১টি সোলার প্যানেল, ২৮টি মোবাইল ফোন, ১১টি ওয়াকিটকি চার্জার ও বনদস্যুতার কাজে ব্যবহৃত ২টি কাঠের নৌকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে বনদস্যু করিম শরীফ বাহিনীর সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তারা বনদস্যুতা ছাড়াও বাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য রসদ সরবরাহে করত বলে জানায়।
বিডি প্রতিদিন/নাজমুল