সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের মাটিতে বাংলাদেশ টি-২০ ম্যাচ খেলবে ৭টি। প্রথম খেলবে মরুরাজ্য আমিরাতে এবং এরপর পাকিস্তানে। আমিরাতের বিপক্ষে খেলবে ২টি এবং পাকিস্তানের বিপক্ষে ৫টি টি-২০ ম্যাচ। পাকিস্তান থেকে ফিরে এসেই বাংলাদেশ খেলতে যাবে ‘দ্বীপরাস্ট্র’ শ্রীলঙ্কায়। ৮ বছর পর শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। দ্বীপরাষ্ট্র সফরে প্রথমে টেস্ট, পরে ওয়ানডে ও সর্বশেষ টি-২০ সিরিজ খেলবে টাইগাররা। টেস্ট সিরিজ ২ ম্যাচের, ওয়ানডে ও টি-২০ সিরিজ ৩ ম্যাচে। বাংলাদেশ সর্বশেষ শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল ২০১৭ সালে। অবশ্য এই আট বছরে তিনবার শ্রীলঙ্কা সফর করেছে টাইগাররা। এই সময়ে ২০১৯ ও ২০২১ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে দুই দেশ। ২০১৯ সালে ৩টি ওয়ানডে এবং ২০২১ সালে ২টি টেস্ট খেলেছিল। এছাড়া ২০২৩ সালে দেশটিতে এশিয়া কাপ খেলেছিল। শ্রীলঙ্কা সফরে হয়তো টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ক্যাটাগরীতে তিনজন অধিনায়কের দেখা মিলতে পারে টাইগার স্কোয়াডে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ঢাকা ছাড়বে ১৩ জুন। শ্রীলঙ্কা সফরের আগে ১০দিনের মধ্যে বিশ্রাম পাবে। অবশ্য সিরিজের আগে বেশ ভালো প্রস্তুতি নিতে পারবেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ খেলে ম্যাচের প্রস্তুতিটা সেরে নিবেন ক্রিকেটাররা। দুটি টি-২০ সিরিজের ঐচ্ছিক প্রস্তুতি শুরু হয়েছে গতকাল। আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে আগামীকাল। সকাল ১১টায় ঐচ্ছিক প্রস্তুতিতে ছিলেন টি-২০ অধিনায়ক লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। তাদের সঙ্গে অনুশীলনে উপস্থিত ছিলেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, স্পিন কোচ সোহেল ইসলাম, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি।
শ্রীলঙ্কায় টাইগারদের সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। ১৭-২১ জুন গল স্টেডিয়ামে খেলবে প্রথম টেস্ট। কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্ট খেলবে ২৫-২৯ জুন। কলম্বোর রানা প্রেমদাসা স্টেডিয়ামে ২ ও ৫ জুলাই দুটি ওয়ানডে খেলবে টাইগাররা। পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে ৮ জুলাই। ওয়ানডে ৩টি দিবা-রাত্রির। ১০ জুলাই প্রথম টি-২০ ম্যাচ পাল্লেকেলে, ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় টি-২০ এবং ১৬ জুলাই কলম্বোর রানা প্রেমদাসা স্টেডিয়ামে তৃতীয় টি-২০ ম্যাচ। সবগুলো ম্যাচ হবে রাতের আলোয়।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে টেস্ট খেলেছে ২৬টি। বাংলাদেশের জয় মাত্র একটি এবং শ্রীলঙ্কার জয় ২০। বাকি ৫ টেস্ট ড্র। বাংলাদেশের একমাত্র জয় ২০১৭ সালে। কলম্বোর জয়টি ছিল টাইগারদের শততম টেস্টে জয়। দুই দেশ সর্বশেষ টেস্ট খেলেছে গত বছর এপ্রিলে। চট্টগ্রামে ১৯২ রানে টেস্ট জিতেছিল শ্রীলঙ্কা। দ্বীপরাস্ট্রে সর্বশেষ দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলেছিল ২০২১ সালে। পাল্লেকেলেতে প্রথম টেস্টটি ড্র হয়েছিল। দ্বিতীয়টি স্বাগতিকরা জিতে যায় ২০৯ রানে। দুই দেশ ৫৭টি ওয়ানডে খেলেছে। বাংলাদেশের ১২ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ৪৫টি। ২টি ম্যাচে কোনো ফল হয়নি। দুই দেশের সর্বশেষ ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। দুই দেশ এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে টি-২০ ম্যাচ খেলেছে ১৭টি। বাংলাদেশের ৬ জয়ের বিপক্ষে শ্রীলঙ্কার জয় ১১টি। একটিতে কোনো ফল হয়নি।