৪১ বছরে পা রেখেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যখন তার সমবয়সী অনেক তারকাই অবসর নিয়ে কোচিং বা বিশ্রামে ব্যস্ত, তখন রোনালদো মাঠে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। গোলের পর গোল করে প্রমাণ করছেন, বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা।
সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৩টি গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় আছেন রোনালদো। জাতীয় দলের জার্সিতেও নিয়মিত খেলছেন। সামনে ২০২৬ সালের যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে অংশগ্রহণ করাটা প্রায় নিশ্চিত। এমন সময় সাবেক টটেনহ্যাম ও অ্যাস্টন ভিলা রাইটব্যাক অ্যালান হাটন মনে করেন, রোনালদো চাইলে ৪৫ বছর বয়স পর্যন্ত খেলে যেতে পারবেন।

বয়েলস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে হাটন বলেন, 'রোনালদোর পেশাদারিত্ব ও শরীরের প্রতি যত্ন অসাধারণ। তিনি যেভাবে নিজেকে গড়ে তুলেছেন, যদি বড় কোনো ইনজুরি না হয়, তাহলে ৪৫ বছর বয়সেও খেলা চালিয়ে যেতে পারবেন। তিনি যে লিগে খেলছেন, সেটা ইউরোপের মতো প্রতিযোগিতামূলক না হলেও তার কর্মনিষ্ঠা এবং আত্মবিশ্বাস বলছে, তিনি এখনও গোল করার ক্ষমতা রাখেন।'
তিনি আরও যোগ করেন, 'রোনালদো এখনও নিজেকে দারুণ ফিট রাখছেন। তিনি যদি মনে করেন যে, আরও কয়েক বছর খেলতে পারবেন, তাহলে সেটা সত্যিই সম্ভব। শরীর ও মন যখন প্রস্তুত থাকে, তখন থেমে যাওয়ার কোনো মানে নেই।'
রোনালদো ইতোমধ্যে আল-নাসরের হয়ে ১০৮ ম্যাচে করেছেন ৯৭টি গোল। গত মৌসুমে লিগে ৩৫ গোল করে জিতেছেন সৌদি গোল্ডেন বুট। এবারের মৌসুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলেছেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা