ভোলার মনপুরা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ মে) বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার আয়োজনে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে একটি তথ্যবহুল লিফলেটও বিতরণ করা হয়।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে যে ঝুঁকি বেড়েছে তা তুলে ধরেন এবং এর থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, দ্বীপ অঞ্চলে বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, বৃষ্টির পানি সংরক্ষণ, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা ও দুর্যোগের আগাম প্রস্তুতি নেওয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। পাশাপাশি, পরিবেশ রক্ষায় গাছ লাগানো, সৌরশক্তির মতো পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎসের প্রতি নির্ভরতা বাড়ানো, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং সচেতন জীবনযাপন অনেক দূর এগিয়ে নিতে পারে আমাদের। এমন সব ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি মো. ফজলে রাব্বী বলেন, ‘জলবায়ুর এই পরিবর্তন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। তাই আমাদের জীবনধারায় কিছু ছোট ছোট পরিবর্তন এনে আমরা বড় ধরনের বিপর্যয় ঠেকাতে পারি।’
সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোয়েব বলেন, ‘এই আলোচনার মাধ্যমে মনপুরার শিক্ষার্থীরা শুধু সমস্যার দিকই নয়, সম্ভাব্য সমাধানগুলো সম্পর্কেও পরিষ্কার ধারণা পেয়েছে।’
সভাপতি মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোয়েব, সাংগঠনিক সম্পাদক মো. সামি, সহ-সাংগঠনিক সম্পাদক মোনালিসা, দপ্তর সম্পাদক মিতু রানী দাস, নারী বিষয়ক সম্পাদক তানজিলা রহমান, ইভেন্ট সম্পাদক হাবিবা আক্তার জুঁই, প্রচার সম্পাদক নাসরিন বেগম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাজমিন, ক্রীড়া সম্পাদক মো. জাহিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আহাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাফরুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সিয়াম এবং কার্যকরী সদস্য মেঘলা আক্তার মিম, মো. রিফাত ও রামকৃষ্ণ দাস প্রমুখ।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন প্রান্তে সামাজিক, মানবিক ও পরিবেশসম্মত কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ