ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, সব ষড়যন্ত্র ব্যর্থ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি। দলের নেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণমানুষের আস্থার প্রতীক। বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মামলা-হামলা, হয়রানি, অবিচার, জেল-জুলুম ও চিকিৎসাহীনতার শিকার হয়েও পিছু হটেননি। তাঁর কাছে এই দেশ, দেশের মাটি ও মানুষই সবকিছু। গতকাল ৫০নং ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভাত ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রনায়ক। ফ্যাসিস্ট হাসিনার কালো ছায়া থেকে মুক্ত করে দেশে সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও তিনি আপসহীন থেকেছেন। তাঁরই নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে সর্বদা অবিচল থেকেছে। অচিরেই দেশে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে আসবে। মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।