বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘স্বৈরতন্ত্রের পতন তখনই সার্থক হবে, যখন গণতন্ত্রের উত্তরণ সম্পন্ন হবে। যদি গণতন্ত্রের উত্তরণ সম্ভব না হয়, তাহলে স্বৈরতন্ত্র ফিরে আসার আশঙ্কা থেকে যাবে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
দুদু বলেন, ‘যে কোনো উপায়ে আপনাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। আর তা যদি সম্ভব না হয়, বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র কিন্তু ভালো নির্বাচন ছাড়া রেহাই পায়নি।’
তিনি আরও বলেন, ‘যারা আজ বিভিন্ন অজুহাতে গণতন্ত্রের উত্তরণের যে নির্বাচন, সে নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বা বাধা দিচ্ছেন, তারা পক্ষান্তরে স্বৈরতন্ত্রের পক্ষেই অবস্থান নিচ্ছেন।’
তিনি বলেন, ‘যারা চাঁদাবাজি করছেন, দল গঠন করছেন এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, তাদের আমি বলব-এই সময় সময় না, আরও সময় আছে। আপনাদের পরিণতি কী হবে তা যদি না ভাবেন, তাহলে ভুল হবে। এটা একবার মাথার মধ্যে নেন।’