ধান-আলু ও সবজিতে বাম্পার ফলনের পর ভুট্টার আবাদে ঝুঁকে পড়েছেন বগুড়ার কৃষক। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলায় চলতি মৌসুমে তিন হাজার হেক্টর বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে, বাজারে ভুট্টার চাহিদা ও দাম বেশি হওয়ার কারণে চাষিরাও ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। জানা গেছে, প্রতি বছর জেলার বিভিন্ন উপজেলায় কম-বেশি ভুট্টার আবাদ হয়ে থাকে। তবে চলতি বছরে ভুট্টার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। বগুড়া সদর, সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট, শেরপুর, নন্দীগ্রাম, শিবগঞ্জ, কাহালু, আদমদীঘি, দুপচাঁচিয়া, শাজাহানপুর উপজেলায় ভুট্টার চাষ করা হয়েছে। এর মধ্যে সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার যমুনা ও বাঙালি নদীর চরে শত শত একর জমিতে এবার ভুট্টা চাষ করা হয়েছে। কম খরচে অধিক লাভ হওয়ায় উপজেলাগুলোতে ভুট্টার চাষ ব্যাপক হারে বেড়েছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, প্রায় দুই যুগ আগে জেলায় ভুট্টার আবাদ হতো মাত্র ২ হাজার ১৬৪ হেক্টর জমিতে। পর্যায়ক্রমে চাষ বেড়েই চলেছে। বাজারে ভুট্টার চাহিদা ও ব্যবহার বেড়ে যাওয়ায় এখন ভুট্টার চাষ বেড়েছে চার গুণ। বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের কৃষক মুছা মণ্ডল জানান, এ বছর তিনি সাড়ে ৪ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন। মাড়াই শুরু করার পর প্রতি বিঘায় ৩৫ মণের ওপরে ভুট্টা পাবেন। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান জানান, ভুট্টা চাষ লাভ জনক। পরিশ্রম কম ও উৎপাদন খরচও কম। তাই কৃষকরা কম খরচে বেশি লাভবান হওয়া ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন।
শিরোনাম
- রবিবার থেকে সংলাপে বসতে যাচ্ছে ইসি
- সিডনিতে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
- আইপিএস চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আইনজীবীর মৃত্যু
- কুমিল্লা ও ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়নে বিনার কর্মশালা
- যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর : হামিম
- ওয়ারফেজের সুরের মূর্ছনায় মাতলো সাস্কাটুন
- আখতারের ওপর হামলার ঘটনায় যা বললেন সারজিস
- অন্তর্বর্তী সরকারকে ক্ষমা চাইতে হবে : তাজনুভা
- ‘রাজনৈতিক নেতাদের অনিরাপদ রেখে সরকার প্রধানের এয়ারপোর্ট প্রস্থান লজ্জাজনক’
- টিকে থাকার লড়াই: পাকিস্তান-শ্রীলঙ্কার সামনে জটিল সমীকরণ
- চট্টগ্রামে প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ গেল দিনমজু্রের
- খুমেক হাসপাতালের ৪ তলা থেকে পড়ে একজন নিহত
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৮২
- চাঁদপুরে ২২৪ মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাৎ
- সোনারগাঁয়ে ২ কোটি টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ
- কেরানীগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত
- ঢাকার বাতাসের মান আজ কেমন?
- দেম্বেলের হাতে ব্যালন ডি’অর, বনমাতির তিনে তিন
- প্রস্তাব বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার
বগুড়ায় ভুট্টায় ঝুঁকছেন কৃষকরা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর