দিনাজপুরের জামতলী এলাকায় বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন নারীকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজাদ। আহতরা বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/মুসা