ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষকদের গবেষণা ও প্রকাশনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
সোমবার (৫ মে) আইএসইউ’র মহাখালী ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, 'গবেষণা মানেই জ্ঞানের জন্ম। গবেষণা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় এগিয়ে যেতে পারে না। শিক্ষকদের অবশ্যই গবেষণায় মনোযোগী হতে হবে এবং বেশি করে পড়তে ও লিখতে হবে।'
অনুষ্ঠানে ‘আইএসইউ জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (JET)’–এর প্রথম সংখ্যা এবং ‘আইএসইউ জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (JBDS)’–এর তৃতীয় সংখ্যার প্রথম খণ্ড প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশন্স (সিআরডিপি)।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের সম্মান নির্ভর করে মানসম্পন্ন জার্নালের ওপর। গবেষণা একজন শিক্ষককে যেমন পেশাগতভাবে উন্নত করে, তেমনি তা সমাজ ও জাতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরডিপির পরিচালক মো. মাহবুবুর রহমান। তিনি জানান, 'এই জার্নালগুলো বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং উন্নয়নে ভূমিকা রাখবে। প্রতিটি প্রবন্ধের জন্য ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেনটিফায়ার) পাওয়া গেছে এবং স্কোপাস ইনডেক্সে অন্তর্ভুক্তির কাজ চলছে।'
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো: একরামুল হক এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তারা।
উল্লেখ্য, এই জার্নালগুলো অনলাইনে সবার জন্য উন্মুক্ত থাকবে এবং দেশ-বিদেশের পাঠকেরা সহজেই এগুলো পড়তে পারবেন। আইএসইউ কর্তৃপক্ষ জানিয়েছে, গবেষণা প্রকাশনার এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/মুসা