স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্টুডেন্ট ওয়েলফেয়ার ইউনিটের উদ্যোগে আয়োজিত “ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানটি ক্লাব ও ফোরামভিত্তিক শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও পারফরম্যান্সকে স্বীকৃতি জানাতে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুস মিয়া।
এ বছর তিনটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়:
- স্টামফোর্ড ইউনিভার্সিটি ফাউন্ডার অ্যাওয়ার্ড: পেয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম
- স্টামফোর্ড ইউনিভার্সিটি চেয়ারম্যান অ্যাওয়ার্ড: অর্জন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি ইয়েস ফোরাম
- স্টামফোর্ড ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড: পেয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব
অনুষ্ঠান শেষে একটি জমকালো সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
বিডি প্রতিদিন/আশিক