প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘দক্ষিণ এশিয়ায় সমাজকর্ম পেশার সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম’।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে সমাজকর্ম বিভাগে এ আয়োজন অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং সমাজকর্ম বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৩৮ জন শিক্ষার্থী তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।
অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
সিম্পোজিয়ামে কনভেনর হিসেবে থাকবেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ফয়সাল আহমেদ ও সদস্য সচিব অধ্যাপক ড. তাহমিনা ইসলাম। এছাড়াও সিম্পোজিয়ামে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারতসহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষকরা অনলাইনে যুক্ত হবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
আয়োজক কমিটি জানান, সিম্পোজিয়ামে ২টি কি-নোট সেশন ও ৪টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে। কি-নোট সেশনে ১২টি ও প্যারালাল সেশনে ৩৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
প্যারালাল সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পেপার প্রেজেন্ট করবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ