বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে আজ সকালে দেশে ফিরবেন। তার দেশে ফেরাকে ঘিরে গুলশান-বনানী এলাকায় যানজটের আশঙ্কায় গাড়ি পার্কিং বিষয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির সেসব নির্দেশনা হলো-
(১) এয়ারপোর্টে আগত সকল সাংবাদিকদের যানবাহন এয়ারপোর্টের বহুতল কার পার্কিং-এ রাখার জন্য অনুরোধ করা হলো।
(২) এয়ারপোর্টে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজ-এর খালি জায়গায় পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।
(৩) গুলশানে আগত সকল সাংবাদিকদের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশপাশের সড়কে এক লেনে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।
(৪) এ উপলক্ষে গুলশানে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশপাশের সড়কে এক লেনে রাখার অনুরোধ করা হলো।
(৫) উল্লেখিত নির্ধারিত জায়গা ব্যতীত মহাসড়ক বা অন্য কোনো জায়গায় গাড়ি পার্কিং না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
(৬) গমনাগমন রুটে কোনো যানবাহন পার্কিং না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।
(৭) মুভমেন্ট চলাকালীন গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।
সোমবার (৫ এপ্রিল) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন