দীর্ঘ ১৫ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দুই সাবেক চ্যাম্পিয়ন। এ মৌসুমের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে বার্সেলোনা ও ইন্টার মিলান ৩-৩ গোলে ড্র করেছে। এর আগে ইউরোপ সেরার লড়াইয়ে ২০০৯-১০ মৌসুমের শেষ চারে কাতালানদের হারিয়ে ফাইনালে ওঠে ইন্টার। সেবার স্প্যানিশ জায়ান্টদের দুই লেগ মিলিয়ে লেগে ৩-২ গোলে হারায় ইতালির দলটি। ওই মৌসুমেই শেষবার চ্যাম্পিয়নস লিগের ট্রফি উঁচিয়ে ধরে ইন্টার মিলান। আজ রাতে তিনবারের চ্যাম্পিয়নদের মাঠে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের ২০১৪-১৫ মৌসুমে শেষবার শিরোপা জিতেছিল কাতালানরা। এরপর শেষ চারে আর জায়গা করতে পারেনি তারা। তবে আজকের ম্যাচে দুরন্ত খেলতে থাকা কাতালানরাই এগিয়ে থাকবে। কেননা লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার ছন্দের মৌসুমে ট্রেবল জেতার পথে হ্যান্সি ফ্লিকের দল। ইতোমধ্যে স্প্যানিশ কোপা দেল রের শিরোপা জিতেছে তার শিষ্যরা। সামনে হাতছানি দিচ্ছে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগর শিরোপা। লা লিগায়ও দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সা। এ ছাড়া আজ দ্বিতীয় লেগের ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন লা লিগার শীর্ষ গোলদাতা (২৫টি) ও চ্যাম্পিয়নস লিগের তৃতীয় সর্বোচ্চ (১১টি) গোলদাতা রবার্ট লেবানডস্কি। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল করেছেন ৩৬ বছর বয়সি এ পোলিশ তারকা। অন্যদিকে শেষবার ২০২২-২৩ মৌসুমের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে ইন্টার। দুরন্ত ফর্মে আছেন লটারো মার্টিনেজরা। নিজেদের মাঠে নিংড়ে দেবে ইতালিয়ান জায়ান্টরা। এবার লড়াই প্রতিপক্ষের মাঠে হওয়ায় সবকিছুই কঠিন হবে বার্সেলোনার জন্য, এমনটাই মনে করছেন কোচ হ্যান্সি ফ্লিক। তাই ম্যাচটিকে ‘ফাইনাল’ ভেবেই মাঠে নামার কথা বলেছেন স্প্যানিশ দলটির কোচ। সান সিরোয় আজ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
শিরোনাম
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
- আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
- বিমান বাহিনীর সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্সের সনদপত্র বিতরণ
- শাজাহান খানের মেয়ের সম্পদের হিসাব চেয়ে বাসার দরজায় দুদকের নোটিশ
- জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগ: নোবিপ্রবি কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
- তত্ত্বাবধায়ক সরকার গঠনে দলগুলোর ঐকমত্য আছে : আলী রীয়াজ