গাজীপুরে হঠাৎ বেড়েছে ছিনতাই। সড়ক-মহাসড়কসহ বিভিন্ন এলাকায় ছিনতাই আতঙ্কে এলাকাবাসী। সন্ধ্যা ঘনিয়ে এলেই চলে যায় ছিনতাইকারীদের দখলে। ছিনতাইকারীদের কবলে পড়ে কেউ সর্বস্ব হারাচ্ছে আবার কেউ প্রাণ হারাচ্ছে। এলাকাবাসী বলছেন, পুলিশের তৎপড়তা কমে যাওয়ার কারণে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
সরেজমিন ঘুরে জানা যায়, মহানগরের বিভিন্ন এলাকায় হঠাৎ বেড়েছে ছিনতাই। সন্ধ্যা ঘনিয়ে এলেই অর্ধশতাধিক স্পটে ছিনতাই হচ্ছে। এর মধ্যে টঙ্গীর স্টেশনরোড, কামাড়পাড়া সড়ক, এরশাদ নগর বাঁশপট্টি, আবদুল্লাহপুর, নদীবন্দর, বনমালা রেললাইন, মুদাফা প্রত্যাশা মাঠ, উড়াল সড়কের ওপরে টঙ্গী বাজার এলাকা, চেরাগআলী, টঙ্গী রেলস্টেশন, জয়দেপুর রেলস্টেশন, মিরেরবাজার, পূবাইল, গাছা, বড়বাড়ী, বোর্ডবাজার, মালেকেরবাড়ী, জয়দেবপুর, শিববাড়ী, কোনাবাড়ী, কাশিমপুর, সালনা, হোতাপাড়া, ধিরাশ্রমসহ বেশ কয়েকটি এলাকার অর্ধশতাধিক স্পটে ছিনতাই হচ্ছে। গত ১৭ মে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় টঙ্গীর বাটাগেট এলাকার উড়াল সড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রঞ্জু (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রঞ্জুর বাড়ি পাবনা জেলার সদর উপজেলার মজিদপুর এলাকায়। গত ৯ জুলাই বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-ময়মনসিংহ উড়াল সড়ক টঙ্গী বাজার সেনা কল্যাণ ভবন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মাহফুজুর রহমান (২১) নামে এক কলেজ শিক্ষার্থী খুন হয়েছে। নিহত মাহফুজ বরিশাল জেলা সদরের হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। সে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। নিহত মাহফুজ পড়াশোনার পাশাপাশি টঙ্গী পূর্ব থানা এলাকার বিসিক ব্লু ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সর্বস্ব হারাচ্ছে পথচারী ও পরিবহনযাত্রী। এ বিষয়ে টঙ্গী মরকুন এলাকার বাসিন্দা ও মাসকো গ্রুপের ডেপুটি ম্যানেজার মো. আসাদ বলেন, গত ১০ জুলাই সন্ধ্যায় আমি অফিসের গাড়ি থেকে টঙ্গী স্টেশনরোড এলাকায় নেমে পড়ি। এ সময় ছিনতাইকারীরা আমার মোবাইল কেড়ে নেয়। ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে এলাকাবাসী। থানা পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে এর ভয়াবহতা আরও বেড়ে যাবে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত হয়েছে। ইতোমধ্যে অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া উড়াল সড়কে টঙ্গী পশ্চিম ও পূর্ব থানার পক্ষ থেকে ফোর্স বাড়ানো হয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম¥দ ফরিদুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনা বেশির ভাগ পশ্চিম থানা এলাকায়। আমার অনেকটাই কম, তবে ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুলিশের।