টমছম ব্রিজ সংলগ্ন কোটবাড়ী সড়কের মুখে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। এরপর রামমালা পশু গবেষণা কেন্দ্র পর্যন্ত ড্রেনের উপর অবৈধভাবে গড়ে উঠেছে স্থায়ী দোকান। ৩০ ফুট সড়কের ১০ ফুট স্থায়ী দোকান, ১০ ফুট অস্থায়ী দোকান। বাকি ১০ ফুটে লেগে থাকে যানজট।
এতে পথচারী চলাচলের পথ থাকে না। নগরবাসী সড়ক থেকে বাজারটি সরানোর দাবি জানিয়েছেন। সিটি করপোরেশন জানিয়েছে, সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হবে। সূত্রমতে, ড্রেন ও সড়কের ওপর অবৈধভাবে গড়ে উঠেছে স্থায়ী দোকান। এতে জলাবদ্ধতা, মশার উপদ্রব ও যানজট জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করছে। টমছম ব্রিজ-কোটবাড়ি এ সড়কটিতে প্রতি মুহূর্তে যানজট লেগেই থাকে। কারণ দক্ষিণে ৩০ ফুট রোডের ১০ ফুট স্থায়ী দোকান, ১০ ফুট অস্থায়ী দোকান। অবশিষ্ট ১০ ফুট দিয়ে কোনো রকমে চলছে যানবাহন। পথচারীদের মতে, অবৈধ দোকান, স্থাপনা সরিয়ে আইন শৃঙ্খলার ভ্রাম্যমাণ টিম রাখতে হবে। যাতে এগুলো সরানোর পর রাতারাতি আবার দখল না করে । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু বলেন, এটি অবৈধ বাজার। সেই বাজার কীভাবে সড়ক দখল করে? আমার তো মনে হয় এখানে কোনো কর্তৃপক্ষ নেই। জেলা প্রশাসন ও সিটি করপোরেশনকে এ বিষয়ে দায়িত্ব নিতে হবে। দুর্ভোগের কারণে মানুষ ক্ষোভে ফুঁসছে। এটা জনবিস্ফোরণে রূপ নিতে পারে।
কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আনিসুর রহমান আখন্দ বলেন, টমছম ব্রিজ থেকে কোটবাড়ী একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। কারণ কোটবাড়ী শিক্ষানগরী। এ সড়কে শিক্ষার্থী ও শিক্ষকরা বেশি চলাচল করেন। এই সড়ক খানাখন্দে ভরা। তার ওপরে টমছম ব্রিজ সংলগ্ন কোটবাড়ী সড়কের মাথায় বিশৃঙ্খল সিএনজি অটোরিকশার স্ট্যান্ড ও বাজার। এই বাজার সড়ক দখল করে বসেছে। পথচারীদের হাঁটা আর গাড়ি চলাচলের ব্যবস্থা নেই। বাজারটি সড়ক থেকে তুলে দিতে হবে। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভুঁইয়া বলেন, কোটবাড়ী সড়কের মাথায় বাজারের কোনো ইজারা নেই। সম্প্রতি আমরা উত্তর পাশে অভিযান চালিয়েছি। উত্তর ও দক্ষিণের সব দোকান উচ্ছেদ করতে বড় অভিযান পরিচালনা করা হবে।