ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে পাঁচ কোটি রুপির স্বর্ণ জব্দ করেছে বিএসএফ। রবিবার বিএসএফ’র দক্ষিণবঙ্গ সীমান্তের ১৯৪ ব্যাটালিয়নের জওয়ানরা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সুন্দর সীমান্ত ফাঁড়ির কাছে এক ভারতীয় চোরাকারবারিকে গ্রেফতার করে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, বিএসএফ সদস্যরা ওই সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি চালাতেই তার কোমরে লুকিয়ে রাখা ৩৫টি স্বর্ণের বার উদ্ধার হয়, যার সম্মিলিত ওজন ৪ কেজি ৬৭০ গ্রাম। আন্তর্জাতিক বাজারে এই স্বর্ণের মূল্য ৫ কোটি রুপিরও বেশি। একই সাথে তার মোবাইল ফোনটিকেও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, চোরাকারবারি স্বীকার করে যে সে নদীয়া জেলার ধানতলা থানার অন্তর্গত হরিতলাপাড়া গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে চোরাচালান নেটওয়ার্ক সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জব্দ করা স্বর্ণসহ তাকে আরও তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি এটি তৃতীয় বড় ধরনের স্বর্ণ জব্দ বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে বিএসএফ।
বিডি প্রতিদিন/এমআই