রাজধানীর বাড্ডার কাঁঠাল দিয়া এলাকায় অটোরিকশা চালক মাসুদ ওরফে কাজলকে (৪২) হত্যার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত মাসুদ ওরফে কাজল নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পূর্ব বাকলজোড়া গ্রামের মো. গুঞ্জর আলীর ছেলে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, সোমবার সকালে ট্রিপল নাইনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মাসুদের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, নিহত মাসুদ ওরফে কাজল ভাটারা থানাধীন ফাসের টেক এলাকার বালুর মাঠে শাহনাজের একটি গ্যারেজে থাকতেন এবং সেখান থেকেই অটোরিকশা চালাতেন। রবিবার বিকেল ৪টার দিকে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। ধারণা করা হচ্ছে- সোমবার ভোরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গলা ও নাকে আঘাত করে হত্যা করে এবং অটোরিকশাটি নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ