রংপুরের তারাগঞ্জে চুম্বকের গুঁড়া লাগিয়ে ৩ কেজি ওজনের কালো পাথরে মূর্তি বানিয়ে প্রতারণার সময় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারী জেলার সৈয়দপুর থানার হাজারীহাট পুকুরপাড়া এলাকার মৃত এছাহক সরকারের ছেলে খলিল ফকির (৭৫), খলিল মিয়ার স্ত্রী মমতা বেগম (৩৬), হাজারীহাট দত্তপাড়া এলাকার মৃত সুশীল শীলের ছেলে সুবাস শীল (৩০), সুশীল শীলের স্ত্রী জোসনা রানী (৬০)।
সোমবার বিকালে তারাগঞ্জ থানার ওসি এমএ ফারুক এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, রবিবার বিকালে কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর তিস্তা ক্যানেলের পশ্চিম পাশে শিয়ালডাঙ্গা ব্রিজ সংলগ্ন মিন্টু মিয়ার দোকানের সামনে সাধারণ জনতার সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তি উদ্ধার ও ওই চারজনকে আটক করে। পারভেজ হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
তারাগঞ্জ থানার ওসি এমএ ফারুক বলেন, গ্রেফতারকৃত চারজনের নামে মামলা হয়েছে। সোমবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তারা প্রতারক চক্র। পাথরের মূর্তি তৈরিতে চুম্বকের গুঁড়া লাগিয়ে প্রতারণা করতো।
বিডিপ্রতিদিন/কবিরুল