মেহেরপুরের গাংনীতে ৭ বছর বয়সী শিশুকে বাড়ির পাশে নির্মাণাধীন ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক শারীরিক নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে আকাশ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত আকাশের বিরুদ্ধে নারী ও শিশুনির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। গাংনী থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে আকাশ প্রতিবেশীর ৭ বছরের শিশুকে ডেকে নিয়ে স্থানীয় ইউনুস আলীর নির্মাণাধীন ঘরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্ত আকাশ সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন আকাশকে হেমায়েতপুর বাজার থেকে ধরে গ্রামে নিয়ে আসে। পরে তাকে গাছে বেঁধে চড়-থাপ্পড় মেরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
গাংনী থানা ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নে কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশুনির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আকাশকে গ্রেফতার করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল